ভিন্ন স্বাদের এই কড়াই চিকেন রেসিপি টা বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না ।
কড়াই চিকেন রেসিপি:
উপকরণ:
চিকেন -500gm
লেবু – হাফ
টক দই – 100gm
তেল – 5/6চামচ
ঘী – 1চামচ
পেয়াজ – 3 টে ( 1টা কুচানো / 2টো বরো বরো টুকরো কাটা )
কেপসিকাম – 1টা টুকরো করে কাটা
রসুন – 10টা কোয়া
আদা – ছোট 1টুকরো
টমেটো – 1 টা
জীরে – দেড় চা চামচ
ধনে – দেড় চা চামচ
শুকনো লঙ্কা – 4টে
গোটা গরম মসলা – 1চামচ ( এলাচ 4/5 টা, // দারুচিনি 2টো // লবঙ্গ 5/6টা )
তেজপাতা – 2টো
জয়েত্রি – হাফ চা চামচ
হলুদ গুড়ো – 1চামচ
লাল লঙ্কাগুঁড়ো – 1চামচ
ভাজা মসলা গুড়ো – 2চামচ
কাজু বাদাম – 6/7 টা
কালো সর্ষে – 1চামচ
নুন – স্বাদ মতো
চিনি – স্বাদ মতো
রেসিপি টা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।
এবং জানবেন কেমন লেগেছে আপনদের কড়াই চিকেন রেসিপি টা ।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
#like#comment# share# subcribe#
#tina 2 minutes recipes #
যদি নিউ কোনো রেসিপি পেতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।